জলিল সাহেবের ফ্যান

আমি বাংলাদেশে জন্মিয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি । এখানে হয়ত উন্নত দেশগুলোর মত সুযোগসুবিধা নেই । কিন্তু একটা স্বাধীন দেশে জন্মানোর অনেক advantage এর মধ্যে একটা হচ্ছে স্বকীয় শিল্পের বিস্তৃতি । এই শিল্পগুলোর একটা হচ্ছে চলচিত্র শিল্প । আমাদের দেশে চলচিত্র শিল্প পাকিস্তান আমলেই গড়ে উঠেছিল । কিন্তু চলচিত্রের সেই মান আমরা আর ধরে রাখতে পারি নি । জাতি হিসেবে আমরা জহির রায়হান , তারেক মাসুদের মত গুণধরদের নিজ হাতে মেরেছি ।

চলচিত্র খুব উচ্চমানএর শিল্প মাধ্যম । প্রায় সব শ্রেণীর মানুষেরা এটা দেখে থাকে । আমাদের দেশে যখন অশ্লীল ছবির জয়জয়কার চলছিল তখনও নিম্নবিত্ত মানুষেরা বাংলা ছবি দেখতেন । এখন অবস্থার পটপরিবর্তন হয়েছে । ভাল ভাল ছবি আসছে । অনেক টাকার বিনিয়োগ হচ্ছে । অবস্থার উন্নতি হচ্ছে ।

চলচিত্র শিল্পের একটা নতুন addition হচ্ছে আব্দুল জলিল অনন্ত । তিনি নিজে ছবির প্রযোজক । তিনিই আবার ছবির হিরো । এটা কিন্তু uncommon নয় । একটা বিখ্যাত ইংরেজ ছবি হচ্ছে Braveheart. এখানে মেল গিবসন পরিচালক+প্রযোজক+নায়ক । অনন্ত জলিল যদি নিজে জোর করে বিখ্যাত হতে চান , তাহলে তাঁর অপরাধটা কোথায় ?

অনেকে তাঁর ছিদ্রান্বেষণ করে মোটামুটি তাঁর গুষ্টি উদ্ধার করে দিয়েছেন । একটা কথা মনে রাখতে হবে , আমরা একটা পুজিবাদী সমাজে বসবাস করি । এখানে পুজি যার বল তাঁর । অনন্ত জলিলের পুজি আছে বলে তিনি একচেটিয়া ভাবে ফিল্ম ব্যাবসা করার সুযোগ পাচ্ছেন ।
আমাদের যদি দেশের চলচিত্রের উন্নতি করাই কাম্য হয় তাহলে জলিল সাহেব কী খুব একটা খারাপ কাজ করছেন ? এক হাতে কখনই তালি বাজে না । সবাই যদি তাঁর ছিদ্রান্বেষণে ব্যাস্ত থাকে তাহলে এতে লাভ টা কী ?

ফেসবুকে চেঁচামেচি না করে কিছু একটা করুন । যাতে এই পৃথিবী ছেড়ে যাবার সময় বলতে পারেন , I tried to do something.